elahi arrangement
পুরুলিয়া: পুজোয় কি ডেস্টিন পুরুলিয়া? তাহলে আপনাদের জন্য থাকছে বিশেষ চমক৷ কারণ এবার পুজোয় পুরুলিয়ার হোটেলগুলিতে পর্যটকদের জন্যে থাকছে বাহারি আহারের আয়োজন। পর্যটকদের মনোরঞ্জনে কোনও রকম খামতি রাখতে চাইছে না হোটেল মালিকরা। সেই সঙ্গে পরিবেশের কথা মাথায় রেখে ব্যবসায়ীদের পক্ষ থেকে ‘গ্রিন পুজো’ থিমে সাজিয়ে তোলা হবে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিকে৷ পাশাপাশি জমিয়ে হবে পেট পুজোও৷
কচি পাঠার ঝোল থেকে চিংড়ি মালাইকারি, ইলিশ মাছের পাতুরি, পোলাও, পায়েস পর্যটকদের জন্য থাকবে জিভে জল আনা রকমারি খাবার। পর্যটকদের রসনাতৃপ্তি করবে বাঙালি খাওয়ার৷ তাও পুরোদস্তুর মাটির পাত্রে। অযোধ্যায় গিয়ে কলাপাতার বদলে সিয়ালি পাতাতেও খেয়ে দেখতে পারেন। মন্দ লাগবে না৷ পাহাড়ের কোলে মনোরম পরিবেশে দারুণ কাটবে পুজো৷
রাজ্যের পর্যটন মানচিত্রে বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছে পশ্চিমের পুরুলিয়া। একইসঙ্গে জঙ্গল ও পাহাড়ের হাতছানিতে বারেবারে ছুটে গিয়েছে ভ্রমণপিপাসু মানুষ। ফি বছর পুজোয় এখানে ঢল নামে পর্যটকদের৷ পুরুলিয়ায় পা রাখলেই মেলে পলাশ, শিমুলের রক্তিম অভিনন্দন। এবার জেলা হোটেল ব্যবসায়ীরাও বিশেষ বন্দ্যোবস্ত করেছেন। পরিবেশ বান্ধব হিসেবে বিশেষ এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘গ্রিন পুজো’। তাই এবার থাকছে না প্লাস্টিক বা থার্মোকলের থালা, বাটি, গ্লাসের ব্যবহার। তার বদলে থাকবে মাটির পাত্র। ভোজ সাজানো হবে সিয়ালি পাতায়৷