নয়াদিল্লি: কর্মী কমাতে হবে দ্রুত তাই ‘পোস্ট সারেন্ডার’ পোশাকি নাম দিয়ে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল পূর্ব রেলের তরফে। পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, মালদা ও আসানসোল ডিভিশনের বিভিন্ন বিভাগে ২১ জুলাই জারি হওয়া নির্দেশিকায় জানা যাচ্ছে, কর্মী কমাতে তৎপর ইস্টার্ন রেলওয়ে।
মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও অ্যাকাউন্টস বিভাগের মতো সেফটি বিভাগ, অপারেশন বিভাগ এবং মেনটেন্যান্স বিভাগে মোট ঘোষিত পদের ১৫ শতাংশ কর্মী সংখ্যা কমানোর নির্দেশ জারি করল ভারতীয় রেলের চিফ পার্সোনেল অফিসারের দফতর। রেলকর্মীদের প্রাথমিক হিসাব, এই নির্দেশ কার্যকর হলে ২০২১-য় পূর্ব রেলের প্রায় আট হাজার কর্মী কাজ হারাবেন।
আরও পড়ুন: দৈনিক গড়ে ১ জন পড়ুয়া আত্মহত্যার শিকার! জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট
কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল কয়েক বছর ধরে রেলে যে পদগুলোয় কোনও নিয়োগ করা হয়নি, সেই পদের অস্তিত্বই বিলোপ করা হবে। এবার আরও একধাপ এগিয়ে ঘোষণা করা হল রেলের প্রত্যেক ডিভিশনে কমবে কর্মীর সংখ্যা। পূর্ব রেলের নন-সেফটি বিভাগ থেকে এক বছরের মধ্যে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের নির্দেশ এসেছে রেল মন্ত্রকের পক্ষ থেকে। মঙ্গলবার পাওয়া এই নির্দেশ অনুযায়ী, সেফটি বিভাগের ১৮৭৫ জন কর্মী কমানোর নিদান পাওয়া গেছে। এর পাশাপাশি এই বিভাগের সব পদে অনির্দিষ্টকালের জন্য নিয়োগ বন্ধ রাখার কথা জানান হয়েছে।
আরও পড়ুন: বাবা মোটর মেকানিক, বৃত্তি নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দশমে টপার ছেলে
পূর্ব রেলের শ্রমিক সংগঠন ইস্টার্ন রেল মেনস ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অমিত ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘সুপরিকল্পিত পদ্ধতিতে এইভাবে রেলকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রথমে ৫৫ বছর বা তার বেশি বয়সি বা ৩০ বছর বা তার বেশিদিন চাকরি করেছেন এমন কর্মীদের ছেঁটে ফেলা হবে। যদিও এর কোনও দরকার ছিল না।’ তাঁরা দাবি করছেন, এইভাবে কর্মী ছাঁটাই হলে আগামী দিনে আর নিয়োগ হবে না। মন্ত্রক চাইছে কোনও বেসরকারি সংস্থার হাতে এবার রেলের দায়িত্ব দিতে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ বিষয়ে মুখ খুলতে চাননি।
তবে রেলের এক শীর্ষ আধিকারিকের কথায়, পোস্ট সারেন্ডারের চিঠি প্রতি বছরেই আসে। প্রযুক্তির উন্নতির সঙ্গে এখন অনেক কাজই যন্ত্র দ্বারা করা হয়। এই চিঠি নিয়ে অহেতুক উত্তেজনা তৈরি করা হচ্ছে। এ প্রসঙ্গে বিএমএস এর রাজ্য সভাপতি তরুণকান্তি ঘোষ জানান, ‘এসবই বেসরকারিকরণের পদক্ষেপ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ প্রয়োজনে পথে নেমে আন্দোলনের কথাও জানান তিনি।