শিক্ষা দপ্তরেও করোনা প্রভাব, অনলাইনে নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা দপ্তরেও করোনা প্রভাব, অনলাইনে নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: করোনা আতঙ্কে প্রভাব পড়েছে এবার শিক্ষা দপ্তরের কাজেও৷ প্রয়োজন ছাড়া শিক্ষা দপ্তরের যাওয়ার প্রয়োজন নেই, সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষা দপ্তরের প্রবেশপথেও ভজিটরদের ভিড় নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাজ হবে অনলাইনে৷ নাকতলার বাড়িতে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘এই মহামারী থেকে মুক্ত পাওয়ার জন্য যা যা করা, সবটাই করা হচ্ছে৷ আমাদের যা নির্দেশ আসবে সেরকমভাবে করব৷ শিক্ষা দপ্তর তৈরি৷ আমি আবার আপনাদের বলছি, শিক্ষা দপ্তর ও পর্ষদের অফিসে আমরা ভিজিটরদের নিয়ন্ত্রন করছি৷ আগে যেমন কয়েকটি গেট ছিল বিকাশ ভবনে, আজ মিটিং হয়েছে৷ একটি গেট দিয়ে প্রবেশ করা হবে৷ সেখানে নিরাপত্তা সংখ্যা বাড়াচ্ছে৷ যেখানে একাধিক প্রবেশপথ ছিল, সেখানে একটাই প্রবেশপথ থাকবে৷ থাকবে স্যানিটাইজার৷ আমি বলব, খুব দরকার না পড়লে অকারণে আসবেন না৷’’

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আর একটা বিষয় আপনাদেরকে জানানোর প্রয়োজন৷ আমাদের বেশকিছু ইন্টারভিউ ছিল৷ ভেরিফিকেশনের কাজ চলছিল৷ ইন্টারভিউ দেওয়ার কথা ছিল৷ প্রত্যেকটাই এখন অনলাইনে নেওয়া হবে৷ অনলাইনে উত্তর দেওয়া থাকবে৷ যারা দিয়েছেন, দিয়েছেন৷ যারা আছেন, আছেন৷ যাদের এখনও পর্যন্ত হয়নি সেগুলি অনলাইনে হবে৷ এখন থেকে আর অফিশিয়ালি কিছু হবে না৷ কিছু করতে হবে না৷ অনেকেই প্রশ্ন করছেন, যাব কি যাব না৷ অনেকে দুশ্চিন্তা আছে৷ তাদের আমরা বলতে চাই, অনলাইনে কোশ্চেন দেওয়া আছে৷ সেখানে উত্তর দেবেন৷ তার ভিত্তিতেই আমাদের দপ্তর ভেরিফিকেশনের করার কাজটা করবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =