নয়াদিল্লি: এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নজরে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা। বেআইনি অর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় তাঁকে হেফাজতে পেতে মরিয়া ইডি। দিল্লি হাই কোর্টে রবার্টের আগাম জামিন খারিজ করার আবেদনও জানানো হয়েছে। যদিও হাই কোর্ট সাফ জানিয়েছে, কেন তারা রবার্ট বঢরাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়, সেই বিষয়ে দু-সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে তদন্তকারীদের। তারপরেই আদালত এই মামলা শুনবে।
লন্ডনে একটি বাড়ি ক্রয় সংক্রান্ত মামলায় কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্টকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি৷ এই মর্মে গত বছর একটি নোটিসও জারি করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু, এই মামলায় আগাম জামিন পেয়ে গিয়েছেন রবার্ট৷ তহে আদালতের নির্দেশ, ইডি তলব করলেই তাঁকে হাজিরা দিতে হতে৷
রবার্ট আগাম জামিনের শর্ত লঙ্ঘন করেছেন বলে দাবি ইডির। যদিও এই বক্তব্যের সমর্থনে ইডির আইনজীবী যে যুক্তি দেখিয়েছেন, তাতে সন্তুষ্ট নয় আদালত। রবার্টের জামিন খারিজে ইডির তৎপরতায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে৷ কংগ্রেস নেতাদের একাংশের বক্তব্য, রবার্ট নয়, আসলে গান্ধী পরিবারকে হেনস্থা করতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। তবে রবার্ট সরাসরি কংগ্রেসের সঙ্গে যুক্ত নন৷ তাই দলের তরফেও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এ বিষয়ে মুখে কুলুপ প্রিয়ঙ্কা, রাহুলরাও।