কলকাতা: ফের শহরজুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানা৷ সকাল থেকেই কলকাতাজুড়ে শুরু হয়েছে বড়সড় তল্লাশি অভিযান৷ তল্লাশি অভিযান শুরু হয়েছে কলকাতা সংলগ্ন এলাকাতেও৷ ইডি-র সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। কী কারণে মঙ্গলবার সাত সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা জুড়ে ইডির তল্লাশি অভিযান, তা এখনও স্পষ্ট নয়৷ চড়ছে জল্পনার পারদ। বাড়ছে কৌতূহলও।
আরও পড়ুন- ‘আমি কখনই দাবি করিনি নোবেল পেয়েছি’, উপাচার্যের মন্তব্যে অমর্ত্য সেন
মঙ্গলবার খুব ভোরে বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু করে বেশ কয়েক জন আধিকারিক৷ সব মিলিয়ে প্রায় ৫০-৬০ জন আধিকারিক হবে। আলিপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চলানো হচ্ছে। পাশাপাশি ট্যাংরার পটারি রোড এবং দক্ষিণ কলকাতার একটি আবাসনেও তল্লাশি চালানো হচ্ছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই তল্লাশি অভিযান। আরও জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার দফতরে ওই তল্লাশি চলছে।
তবে ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, কেন তল্লাশি চালাচ্ছে ইডি, তা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি-র সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইডি আধিকারিকেরা যে যে জায়গায় তল্লাশি চালাচ্ছেন, সেই জায়গাগুলিতে পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় জওয়ানরা। আবারও শহরে যকের ধন উদ্ধার হয় কিনা, তা নিয়ে উদ্বেগ বাড়ছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>