মহুয়া মৈত্রকে ইডির তলব! ফেমা আইন লঙ্ঘনের অভিযোগে হাজিরার নির্দেশ

মহুয়া মৈত্রকে ইডির তলব! ফেমা আইন লঙ্ঘনের অভিযোগে হাজিরার নির্দেশ

ed

কলকাতা: তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) বা বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন সংক্রান্ত একটি মামলায় তাঁকে সমন পাঠানো হয়েছে। আগামী সোমবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ ওই দিন দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে জবানবন্দি দিতে হবে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদকে৷ যদিও মহুয়া জানিয়েছেন, তাঁর কাছে ইডির কোনও সমন আসেনি। মহুয়ার আর দাবি, তাঁর বিরুদ্ধে ওই ধরনের কোনও অভিযোগ আনা যেতে পারে না। সেই মর্মে তিনি ইডির কাছে আইনজীবীর চিঠিও পাঠাচ্ছেন।

ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ এবং মূল্যবান উপহারের বিনিময়ে, ওই শিল্পপতির নির্দেশ মতো লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে৷ অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ এর পরই মহুয়ার সাংসদ পদ খারিজ হয়ে যায়৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মহুয়া৷ মামলা এখনও চলছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =