কেমন আছেন ‘কালীঘাটের কাকু’? স্বাস্থ্যের নথি সহ SSKM সুপারকে তলব ইডি-র

কেমন আছেন ‘কালীঘাটের কাকু’? স্বাস্থ্যের নথি সহ SSKM সুপারকে তলব ইডি-র

ed

কলকাতা: দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ নিয়োগ দুর্নীতিতে ধৃত কাকু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করান৷ কিন্তু জেলে ফিরতেই ফের অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি হন৷ এতদিন ধরে কী চিকিৎসা চলছে তাঁর? জবাব পেতে এ বার সরাসরি এসএসকেএম-এর সুপারকেই তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবারই হাসপাতালের সুপারকে ইডির দফতরে এসে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে তাঁকে সুজয়ের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টও সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

এসএসকেএম-এর সুপারের কাছ থেকে ইডি সম্ভবত সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা সম্পর্কে পরিষ্কার হতে চাইছে৷ তাঁরা জানতে চাইছেন, এখনও আরও কতটা চিকিৎসার প্রয়োজন৷ এই মুহূর্তে তিনি কেমন আছেন? সেই কারণেই নিয়োগ দুর্নীতিতে জড়িত ‘কালীঘাটের কাকু’র চিকিৎসা সংক্রান্ত বিশদ রিপোর্ট নিয়ে এসএসকেএম হাসপাতালের সুপারকে তলব করেছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =