কয়লা পাচারে লালাকে মদতের অভিযোগ! IPS আকাশ মাঘারিয়ার তলব করল ইডি

কয়লা পাচারে লালাকে মদতের অভিযোগ! IPS আকাশ মাঘারিয়ার তলব করল ইডি

কলকাতা: কয়লা পাচার কাণ্ডে এবার কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দিল্লিতে ইডি-র সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে এই আইপিএস অফিসারকে। অন্যদিকে, এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে ২৮ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে। 

আরও পড়ুন- বৃষ্টি হবে নাতো? পুজোয় কেমন থাকবে আকাশ? জানিয়ে দিল হাওয়া অফিস

ডিসি (সাউথ) পদে আসার আগে আকাশ মাঘারিয়া ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার৷ কয়লা পাচার-কাণ্ডে তাঁর ভূমিকা ঠিক কী, তা জানতেই আকাশকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি৷ তবে  তৃণমূলের অন্দরে গুঞ্জন, রাজনৈতিক কারণে তলব করা হয়ে থাকতে পারে আকাশকে। গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পিটিএসের কাছে আটকানো হয়েছিল। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আইপিএস অফিসার আকাশ মাঘারিয়া। সেই সময় শুভেন্দু বলেছিলেন, জ্ঞানবন্তের নির্দেশেই তাঁকে আটকানো হয়েছিল। আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে বহুবার আক্রমণ শানাতেও দেখা গিয়েছে শুভেন্দুকে। এরই মধ্যে আকাশ ও জ্ঞানবন্তকে ইডি তলব করায় ‘অন্য গন্ধ’ পাচ্ছে শাসক শিবির৷ 

তবে সূত্রের খবর, পুরুলিয়ার সুপার থাকাকালীন কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে নানা ভাবে সুবিধা পাইয়ে দিয়েছিলেন  দুই আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং ও আকাশ মাঘারিয়া৷ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই তলব৷ অন্যদিকে,  চলতি মাসের ২৮ তারিখ জ্ঞানবন্ত সিং যদি হাজিরা এরান, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে৷ 

কয়লা পাচারকাণ্ডে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দিন কয়েক আগে কয়লা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য মোট ৮ জন আইপিএস অফিসারকে তলব করেছিল ইডি। তাঁদের মধ্যে ছিলেন জ্ঞানবন্ত সিং, সেলভা মুরুগান, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, ভাস্কর মুখোপাধ্যায় ও কোটেশ্বর রাও। এবার সেই তালিকায় যুক্ত হল আইপিএস অফিসার আকাশ মাঘারিয়া৷