দেবকে ইডি-র তলব, দিল্লিতে গিয়ে হাজিরার নির্দেশ

দেবকে ইডি-র তলব, দিল্লিতে গিয়ে হাজিরার নির্দেশ

ed

কলকাতা: অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে ডেকে পাঠাল ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা আর্থিক তছরুপ মামলায় অধীনে তাঁকে তলব করা হয়েছে৷ সমস্ত নথি নিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে৷ দেব এ বিষয়ে মুখ না খুললেও তাঁর এক ঘনিষ্ঠ বলেন, ‘‘ওকে যত বার ডেকে পাঠানো হবে, তত বারই যাবে। তদন্তে সবরকম সহযোগিতাও করবে।’’

এর আগে নিজাম প্যালেসে ডাকা হয়েছিল দেবকে৷ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে আসে৷ সেই সূত্রেই ডাকা হয় তাঁকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =