ed
কলকাতা: কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বৃহস্পতিবার ছিল নিয়োগ মামলার শুনানি৷ সেই সময় মুখ বন্ধ খানে একটি তদন্ত রিপোর্ট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ওই রিপোর্টে এক টলি অভিনেতার নাম উল্লেখ করা হয়েছে৷ এমনটাই জানান ইডির আইনজীবী। তবে তিনি কে, তা প্রকাশ্যে বলা হয়নি। তবে রিপোর্টে মাত্র এক জনের নাম বলা হয়েছে শোনার পরই বিচারপতির প্রশ্ন, “এত দিনে মাত্র এক জনের নাম পেলেন?”
এর আগের রিপোর্টে ইডি অনেক কিছু বলেছিল বলেও এদিন উল্লেখ করেন বিচারপতি সিনহা। জবাবে ইডির আইনজীবী বলেন,আরও তথ্য সংসগ্রহের কাজ করছে তদন্তকারী সংস্থা৷ তবে সময়ের অভাব রয়েছে৷ ফলে দ্রুত তা করা সম্ভব হচ্ছে না। আদালতের কাছে সময়ও চেয়ে নেয় ইডি৷
গত ১৪ সেপ্টেম্বর নিয়োগ মামলার শুনানি পর্বে বিচারপতি সিনহা বলেছিলেন, দুর্নীতি-কাণ্ডের তদন্তে যে সকল টলিউডের অভিনেতা এবং অভিনেত্রীর নাম উঠে এসেছে, তা নিয়ে ইডিকে রিপোর্ট দিতে হবে। ওই সব অভিনেতার নাম এবং তাঁদের সম্পত্তির পরিমাণও জানাতে হবে। সেই মতোই বৃহস্পতিবার বিচারপতি সিনহার এজলাসে রিপোর্ট জমা দেয় ইডি৷
প্রসঙ্গত, ওই দিনের শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ানও চেয়েছিল আদালত। বিচারপতি সিনহার নির্দেশ ছিল, লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও অভিষেক-সহ সকল ডিরেক্টরের সম্পত্তির পরিমাণ জানাতে হবে। সংস্থার সম্পত্তির বিবরণও ইডির কাছে তলব করা হয়। ২১ সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে।