Sundarban
কলকাতা: সন্দেশখালির ঘটনা আলোড়ন ফেলেছে গোটা রাজ্যে৷ সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র উস্কানিতে সরবেড়িয়ার মানুষ যে ভাবে ইডি-র আধিকারিকদের উপর হামলা চালিয়েছে, তাতে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে অবশ্য ধরতে পারেনি ইডি৷ তিনি বেপাত্তা৷ তাঁকে ধরতে জারি করা হয়েছে লুক আউট নোটিশ৷ মনে করা হচ্ছে, তিনি বাংলাদেশ অথবা মায়ানমারে পালিয়েছেন৷
তবে সম্প্রতি ইডির তদন্তকারীরা শাহজাহানের মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছেন যে, সুন্দরবনেই নাকি ঘুরপাক খাচ্ছেন তৃণমূল নেতা। আপাতত একটিই মোবাইল ব্যবহার করছেন শাহজাহান। সেই হ্যান্ডসেট ও সিমের লোকেশন ট্র্যাক করেই এই হদিশ মিলেছে৷ তবে এটা তদন্তকারীদের বিভ্রান্ত করার কোনও কৌশল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।