ed
কলকাতা: বিভিন্ন সরকারি প্রকল্পে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আপাতত দিল্লিতে দলীয় কর্মসূচির দায়িত্ব পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই কারণেই আজ, ৩ অক্টোবর ইডি-র দফতরে হাজিরা দিতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এদিকে, হাই কোর্টের নির্দেশ ছিল ৩ অক্টোবরের অনুসন্ধান এবং তদন্ত যেন ব্যাহত না হয়৷ এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে ইডি-র বক্তব্য, আজ আসতে পারেননি৷ তবে বুধবারেও হাজিরা দিতে পারেন অভিষেক৷ ইডির আইনজীবী আদালতে জানান, অভিষেক মঙ্গলবার ব্যস্ত থাকলে বুধবারেও হাজিরা দিতে পারেন।
নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এই দিনেই দিল্লিতে রয়েছে তাঁর মেগা কর্মসূচি৷ ফলে তিনি যে ৩ তারিখ হাজিরা দেবেন না, সেই সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়ে দিয়েছিলেন। ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিয়ে দিল্লিতে প্রাপ্য আধিকার বুঝে নিতে গিয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। যার নেতৃত্বে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ অভিযোগ, পূর্ব নির্ধারিত কর্মসূচির কথা জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ওই দিনেই অভিষেককে হাজিরা দিতে বলে ইডি৷ হাজিরা এড়াতে চেয়েই মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷ এ প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, হাজিরা যদি নাই দেন, তাহলে ইডিকে আগেই সে কথা জানিয়ে দেওয়া উচিত ছিল অভিষেকের।
এদিন অভিষেকের আইনজীবী আদালতে বলেন, ‘‘প্রতি বার রাজনৈতিক কর্মসূচির দিনেই অভিষেককে তলব করা হয়। এর আগেও কর্মসূচি বাতিল করে তিনি ইডি-র দফতরে হাজির হয়েছেন। মঙ্গলবারের কর্মসূচি বাতিল করা সম্ভব হয়নি।’’ এর পরেই ইডির আইনজীবী আদালতে জানান, আজ আসতে পারেননি৷ তবে অভিষেক বুধবারেও হাজিরা দিতে পারবেন।