Raid Uncovers Government
কলকাতা: রাজ্যে রেশন দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যেই ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, এই বাকিবুরই রেশন দুর্নীতির অন্যতম পাণ্ডা৷ তদন্তে নেমে ইতিমধ্যেই বাকিবুরের বিভিন্ন ব্যবসা এবং বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাঁর অন্তত পাঁচটি চালকল এবং আটাকল আছে বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। এ ছাড়াও বাকিবুরের নামে রয়েছে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, বাড়ি, দামি গাড়ি৷ তাঁর চালকলে হানা দিতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। ইডি কর্তাদেরা জানাচ্ছেন, বাকিবুরের এনকেজি রাইসমিলের অফিস যেন ছোটখাটো খাদ্য দফতর। (Raid Uncovers Government)
বাকিবুর উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা। সেখানে একটি চালকল রয়েছে তাঁর। মামারবাড়ি সূত্রে এই চালকল পেয়েছিলেন তিনি৷ তবে সেটি নতুন করে গড়ে তুলেছেন৷ সেই চালকলে হানা দিয়েই প্রচুর নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, বাকিবুরের দেগঙ্গার চালকলের অফিস থেকে ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের প্রচুর স্ট্যাম্প উদ্ধার হয়েছে। এ ছাড়াও চিফ ইনস্পেক্টরের স্ট্যাম্প, পারচেস অফিসারের স্ট্যাম্প, জেলা ফুড অ্যান্ড সাপ্লাইয়ের স্ট্যাম্প (উত্তর ২৪ পরগনা), ফুড অ্যান্ড সাপ্লাই উত্তর ২৪ পরগনার সাব ইন্সপেক্টরের স্ট্যাম্প, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্ট্যাম্পও মিলেছে বাকিবুরের এই দফতর থেকে৷
কী ভাবে সরকারি স্ট্যাম্প বাকিবুরের অফিসে এল? তাহলে এই সরকারি অফিসাররাও কোনও ভাবে রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত? প্রশ্নের উত্তর খুঁজছে ইডি৷