ইডি-র হাতে রেশন চুরির খাতা! কার ভাগে কত? লেখা রয়েছে স্পষ্ট ভাবে

ইডি-র হাতে রেশন চুরির খাতা! কার ভাগে কত? লেখা রয়েছে স্পষ্ট ভাবে

ed

কলকাতা: তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে উঠতে শুরু করেছে একের পর এক  পর্দা৷ প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য৷ গ্রেফতার হওয়া বাকিবুর রহমানকে জেরা করে মিলেছে বিস্ফোরক তথ্য। ইতিমধ্যে ইডি-র হাতে এসেছে একটি খাতা৷ সেই খাতায় রয়েছে রেশন চুরির হিসাব-নিকেষ৷ কে কতটা চুরি আটা বিক্রি করল, কত লভ্যাংশ পকেটে পুড়ল, সেই সব তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে উল্লিখিত রয়েছে। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, ওই খাতায় লেখা রয়েছে একাধিক ডিস্ট্রিবিউটার ও ডিলারের নাম৷ হতে পারে চুরি, কিন্তু হিসাব রাখা হত নিয়ম-শৃঙ্খলা মেনেই।

গোয়েন্দা সূত্রে খবর, ‘ওপেন মার্কেট সেল অব পিডিএস রেশন’- এই পয়েন্টের মধ্যেই লেখা হত কতটা পরিমাণ চোরাই আটা বিক্রি হয়েছে, কার কাছে সেই আটা গিয়েছে। পিডিএস-এর পাশাপাশি ওই খাতায় স্পষ্ট ভাবে লেখা রয়েছে ‘ক্যাশ পেমেন্ট মেইড টু ডিস্ট্রিবিউটার’-এর হিসেবও। অর্থাৎ ডিস্ট্রিবিউটারদের যে টাকা দিতে হবে এবং যে টাকা দেওয়া হয়েছে তার খতিয়ান। এছাড়াও সেখানে উল্লেখ রয়েছে প্রভাবশালীদের কাছে কত টাকা পৌঁছাবে, কার কত পাওনা৷ 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =