ed
কলকাতা: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ সোমবারের পর বুধবারও শুরু হয়েছে তল্লাশি অভিযান৷ এদিন পুর-নিয়োগ মামলায় নদিয়ার শান্তিপুরে হানা দিয়েছেন তদন্তকারী অফিসাররা। এদিন সকালে আচমকাই শান্তিপুরের একটি রাইস মিলে হাজির হন ইডির গোয়েন্দারা। তদন্তকারী আধিকারিকরা ভিতরে রয়েছেন৷ বাইরে থেকে গোটা রাইস মিল ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শান্তিপুরের পাশাপাশি বেশ কয়েক’টি জায়গায় হানা দিয়েছে ইডি। এদিকে, আজই নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সময় মতো সেখানে পৌঁছিয়েও গিয়েছেন।
ইডি সূত্রে খবর, শুধু শান্তিপুর নয়, নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় বুধবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান৷ একযোগে পাঁচ জায়গায় হানা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আপাতত তল্লাশি চলছে শান্তিপুর, ধুবুলিয়া, রানাঘাট ও কৃষ্ণনগরে৷
কিন্তু, পুর-নিয়োগ মামলার সঙ্গে চাল কলের কী যোগ? পুর-নিয়োগ দুর্নীতিতে ধৃত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নথিপত্র ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, নিয়োগ দুর্নীতির টাকার একটা অংশ বিনিয়োগ করা হয়েছিল চালকলে। সেই সূত্র ধরেই এদিন শান্তিপুরের ওই চালকলে হানা দিয়েছেন তদন্তকারীরা। চালকলের গেট বাইরে থেকে বন্ধ করে চলছে তল্লাশি অভিযান। গোটা চালকল ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷