কলকাতা: বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রর সকাল থেকেই সক্রিয় অনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ সাতসকালেই একাধিক দলে বিভক্ত হয়ে শহরের একাধিক জায়গায় পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এখনও পর্যন্ত তিনটি জায়গায় তল্লাশির খবর মিলেছে৷
নাগেরবাজার থেকে শুরু করে রাজারহাট পর্যন্ত একাধিক জায়গায় চলছে ইডি-র তল্লাশি অভিযান। নিউটাউনের পাথরঘাটা এলাকায় আবদুল আমিন নামের এক পার্শ্বশিক্ষকের বাড়িতে এদিন সকালে কড়া নাড়ে ইডি৷ সূত্রের খবর, এই শিক্ষক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
এছাড়াও, ইডি আধিকারিকদের একটি দল পৌঁছে গিয়েছে রাজারহাটের কাশীনাথপুরে৷ সেখানে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন রায়ের ঘনিষ্ট বলে পরিচিত এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা। জমি কেনাবেচার সঙ্গে যুক্ত তিনি৷ তাঁর কাছে দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য থাকতে পারে বলে ইডি-র অনুমান। এছাড়া কলকাতায় নাগেরবাজারের ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটেও সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি৷