এবার মুদির দোকানেও ইডি হানা! পুর-নিয়োগের তদন্তে রেশন দুর্নীতির যোগ দেখছেন তদন্তকারীরা

এবার মুদির দোকানেও ইডি হানা! পুর-নিয়োগের তদন্তে রেশন দুর্নীতির যোগ দেখছেন তদন্তকারীরা

d39ad52e1f50010cc455d593a16c321e

নদিয়া: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় চালকলের পর এবার মুদির দোকানে ইডি হানা। বুধবার সকাল থেকেই নদিয়ার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান৷ কৃষ্ণনগর পুরসভার মল্লিক পাড়া এলকায় একটি মুদির দোকানের মালিকের বাড়িতে পৌঁছান ইডির আধিকারিকেরা। সেখান থেকে তাঁরা যান দোকানেও৷  সূত্রে খবর, পুর-নিয়োগ দুর্নীতির সঙ্গে এই মুদি দোকানে হানার যোগসূত্র রয়েছে!

জানা গিয়েছে ওই মুদি দোকানের মালিকের নাম প্রদীপ দে। তাঁর কাছ থেকে রেশনে ‘দুর্নীতি’ সম্পর্কিত তথ্য জানতেই এই হানা৷  তাঁর কাছে রেশনে ‘দুর্নীতি’ সম্পর্কিত তথ্য নিতে গিয়েছেন তদন্তকারীরা বলে ইডির একটি সূত্রে খবর। এছাড়াও, নদিয়ার হরিণঘাটার নিমতলা বাজার এলাকায় একটি কারখানাতেও এদিন তল্লাশি চালান ইডি-র গোয়েন্দারা। কৃষ্ণনগরের চালকলেও তলছে খানা তল্লাশি। ইডি পৌঁছে গিয়েছে শান্তিপুরের বাবলা কন্দখোলা বাইপাসের ধরে ‘ইএসএসজিই রাইস মিল’ এবং ‘জিকে এগ্রো ফুড প্রোডাক্টস’ নামের দুটি কারখানাতেও৷ ওই দুটি কারখানার মালিকই জনৈক সুব্রত ঘোষ বলে স্থানীয় সূত্রে খবর।

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা। পাশাপাশি তল্লাশি চলে অন্যান্য জায়গাতেও৷ গতকাল দুই বিজেপি নেতার বাড়িত হানা হয়৷ এর পর আজ তাঁরা পৌঁছন নদিয়ায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *