হাই কোর্টের নির্দেশ, ভুয়ো ডিরেক্টর মামলার তদন্তে একযোগে তিন জায়গায় তল্লাশি ইডি-র

হাই কোর্টের নির্দেশ, ভুয়ো ডিরেক্টর মামলার তদন্তে একযোগে তিন জায়গায় তল্লাশি ইডি-র

ed

কলকাতা: মঙ্গলবার সাত সকালে রাজ্যের তিন জায়গায় ইডি হানা। জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় সকাল থেকে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে৷ 

এদিন সকালে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিলে হানা দেয় ইডি৷  বালিগঞ্জে জুটমিলের মালিকের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ হানা দেন কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে অবস্থিত ‘ডেল্টা’ সংস্থার অফিস। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই অভিযানে নেমেছে তদন্তকারী অফিসাররা। ‘ডেল্টা লিমিটেড’ এবং ‘ওলিসা রিয়্যালিটি প্রাইভেট লিমিটেড’ নামক দুই সংস্থার বিরুদ্ধে হাই কোর্টে যান কয়েক জন অবসরপ্রাপ্ত কর্মচারী৷ তাঁরা জানান, সংস্থার তাঁদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রেখেছে৷ প্রায় ২১ কোটি টাকা বকেয়া রয়েছে৷ এই অভিযোগ শোনার পরই দুই সংস্থার পাঁচ জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ইডি তদন্তের নির্দেশও দেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nine =