প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: পার্থ-‘ঘনিষ্ঠ’ প্রোমোটারের বাড়িতে ED হানা, তল্লাশি আরও চার জায়গায়

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: পার্থ-‘ঘনিষ্ঠ’ প্রোমোটারের বাড়িতে ED হানা, তল্লাশি আরও চার জায়গায়

ed

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে তদন্ত অভিযানে নামল ইডি। সকাল ৭টা নাগাদ নাকতলায় প্রোমোটার রাজীব দে-র বাড়িতে কড়া নাড়েন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের একটি দল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত তিনি৷ পার্থের নাকতলার বাড়ির ঠিক উল্টোদিকের বাড়িকেই থাকেন এই প্রোমোটার। এদিন শুধু নাকতলাতেই নয়, শহরের মোট পাঁচ জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি৷ তল্লাশি শুরু হয়েছে বাঁশদ্রোণীর একটি বাড়িতেও। ইডি সূত্রে খবর, ওই বাড়িটির মালিকও এই রাজীব৷ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখতে গিয়েই উঠে আসে পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটারের নাম৷ সেই সূত্র ধরেই শুক্রবার সকালে রাজীবের বাড়িতে পৌঁছয় ইডি-র তদন্তকারী দল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =