রেশন দুর্নীতি মামলায় ‘বালু-ঘনিষ্ঠ’ দুই তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা

রেশন দুর্নীতি মামলায় ‘বালু-ঘনিষ্ঠ’ দুই তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা

ed

কলকাতা: বছরের শুরু থেকেই সক্রিয় ইডি৷ শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনায় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এদিন সকালে প্রথমে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। পরে তাঁর বাড়িতে যান৷ একই সময়ে অপর একটি দল পৌঁছয় সন্দেশখালিতে৷ সেখানে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় আধিকারিকরা৷ ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতির মামলার সূত্রেই এদিনের হানা৷ পাশাপাশি, দক্ষিণ কলকাতার বিজয়গড়ের একটি বহুতলেও হানা দিয়েছে ইডি। সেখানে এক জন চ্যাটার্ড অ্যাকাউন্টটেন্টের বাড়িতে তল্লাশি চলছে বলে সূত্রের খবর। তবে কোন মামলায় এই অভিযান, তা স্পষ্ট নয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =