কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার সকাল থেকেই অ্যাকশন মুডে ইডি৷ সল্টলেক-সহ ছয় জায়গায় চলছে তল্লাশি অভিযান৷ ইডির আধিকারিকরা পৌঁছন কৈখালির এক শেয়ার ব্যবসায়ীর বাড়িতে৷ অভিযোগ, কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকরিকরা কড়া নাড়তেই নিজের দু’টি মোবাইল পাশের বাড়ির ছাদে ছুড়ে ফেলে দেন ওই ব্যবসায়ী। পরে পাশের বাড়ির ছাদে উঠে ওই মোবাইল দু’টি উদ্ধার করে আনেন ইডির তদন্তকারী আধিকারিকরা। গত বছর এপ্রিল মাসে মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা দেওয়ার পর একই কাজ করেছিলেন জীবনকৃষ্ণ সাহা৷ তথ্যপ্রমাণ লোপাটে বাড়ির পাশের পুকুরে নিজের মোবাইল ফোন ছুড়ে ফেলেছিলেন তিনি। মঙ্গলবার সকালে সেই স্মৃতি উস্কে দিলেম বাগুইআটির ওই ব্যবসায়ী৷ সাততলা থেকে দুটি মোবাইল ফোন ছুড়ে ফেলে দেন তিনি৷ ইডি আধিকারিকদের অনুমান, কৈখালির ওই ব্যবসায়ীর দু’টি ফোনেও ‘আর্থিক দুর্নীতি’ সংক্রান্ত বহু তথ্য লুকিয়ে থাকতে পারে। সেই সহ তথ্য লোপাট করতেই তড়িঘড়ি ফোন ভাঙার চেষ্টা করেন তিনি৷