ব্যাঙ্কের টাকা তছরুপ! অনিল আম্বানিকে জেরা ইডির

ব্যাঙ্কের টাকা তছরুপ! অনিল আম্বানিকে জেরা ইডির

নয়াদিল্লি:  ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বিরুদ্ধে দায়ের হওয়া আর্থিক তছরুপ মামলায় বৃহস্পতিবার রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে জেরা করল এনফোর্সমেন্ট  ডিরেক্টরেট বা ইডি৷ এদিন সকালেই মুম্বইয়ে ইডি’র দফতরে হাজির হন আম্বানি৷ প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইন মোতাবেক এই হেভিওয়েট শিল্পপতির বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে৷

গত সোমবার ইয়েস ব্যাঙ্ক মামলায় তাঁকে সমন পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা ইডি৷ কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তারিখ পিছনোর অনুরোধ জানান রিলায়েন্স কর্তা৷ তাঁর অনুরোধ মেনেই তারিখ পিছিয়ে দেওয়া হয়৷ বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয় তাঁকে৷ সেই মতোই এদিন সকালে ইডি দফতরে পৌঁছন অমিল আম্বানি৷ তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রশ্নোত্তরের  মুখোমুখি হন রিলায়েন্স কর্তা। ইয়েস ব্যাঙ্কের দেওয়া ঋণের সম্পর্কেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।

আর্থিক সংকটে পড়া ইয়েস ব্যাংকের কাছ থেকে যে সব বড় কর্পোরেট সংস্থা মোটা অংকের ঋণ নিয়েছে, তাদের মধ্যে অন্যতম অনিল আম্বানির সংস্থা। ইয়েস ব্যাংকের কাছ থেকে ১২,৮০০ কোটি টাকার ঋণ নেয় রিলায়েন্স গ্রুপ৷ আনিল আম্বানি গ্রুপ ছাড়াও ইয়েস ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে এসেল, আইএলএফএস, ডিএলএফ এবং ভোডাফোন৷ ডুবতে থাকা ইয়েস ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া এই সকল সংস্থার কর্মকর্তাদের সমন পাঠানো হবে বলেও ইডি সূত্রে খবর৷

এদিকে রিলায়েন্স কর্তা অনিল আম্বানি ছাড়াও এই সপ্তাহে ওই সংস্থার আরও কয়েকজন আধিকারিককেও ইডি দফতরে তলব করা হয়েছে৷ তাঁদেরও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সূত্রের খবর৷
এদিকে গত সপ্তাহেই রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের সঙ্গে সংস্থার কোনও যোগাযোগ বা ঘনিষ্ঠতা ছিল না। এমনকী তাঁর স্ত্রী বা মেয়ের সঙ্গেও কোনও যোগাযোগ ছিল না রিলায়েন্স গ্রুপের৷ সময় মতো ইয়েস ব্যাঙ্কের সমস্ত ঋণ শোধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন রিলায়েন্স কর্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =