ed
কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার সাতসকালে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ পাশাপাশি তল্লাশি শুরু হয় ১২ টি জায়গায়৷ কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের একটি দল পৌঁছে যায় মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে’র বাড়িতেও। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন ওই দফতরে গ্রুপ সি পদে চাকরিতে যোগ দিয়েছিলেন অমিত৷ সেখান থেকেই তিনি মন্ত্রীর আপ্ত সহায়ক পদে যোগ দেন৷ ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মন্ত্রীর ছায়াসঙ্গী৷ এরপর মন্ত্রীত্বে রদবদল ঘটে। খাদ্য দফতর থেকে বন দফতরের পাঠানো হয় জ্যোতিপ্রিয়কে৷ তখন অমিতও ডেপুটেশনে বন দফতরে চলে যান। এদিন সকালে অমিতের বাড়িতেও কড়া নাড়েন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, রেশন দুর্নীতিতে তাঁর যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তার ভিত্তিতেই এই তল্লাশি।
বৃহস্পতিবার সকালে ইডি-র আধিকারিকরা যখন অমিতের দুয়ারে, তখন পুরীতে মা-ছেলে ও স্ত্রীকে নিয়ে জগন্নাথ দর্শনে ব্যস্ত মন্ত্রীর পিএ। নাগেরবাজারে তিনটি ফ্ল্যাট রয়েছে তাঁর। এদিন সকালে তিনটি ফ্ল্যাটেই একযোগে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। যদিও তাঁরা ফ্ল্যাটে ঢুকতে পারেননি। কারণ অমিত এখন সপরিবারে পুরীতে। ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। ২০১১ সালে যখন গ্রুপ সি পদে চাকরিতে ঢোকা অমিত কী ভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন, সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, বছর সাতেক আগেও অমিতের এমন বিলাসবহুল জীবনযাত্রা ছিল না৷ যেটা গত কয়েক বছরে হয়েছে।