রেশন বণ্টন নিয়ে দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা

রেশন বণ্টন নিয়ে দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা

ed

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ইডি হানা৷ বৃহস্পতিবার সাত সকালে মন্ত্রীর বাড়িতে এসে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পরেই উঠে আসে জ্যোতিপ্রিয়র নাম। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়ি বিসি ২৪৪ এবং বিসি ২৪৫-এ  সকাল থেকেই শুরু হয়েছে খানা তল্লাশি৷ 

জ্য়োতিপ্রিয়র বাড়ির পাশাপাশি তাঁর আপ্তসহায়ক অমিত দে’র নাগেরবাজারের ফ্ল্যাটেও হানা দিয়ে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আজ সকাল থেকেই আটটি জায়গায় শুরু হয়েছে ইডির অভিযান। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে জ্য়োতিপ্রিয়ের কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতেই এই হানা৷ 

গতকাল রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুরের কৈখালির ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন ইডি-র আধিকারিকরা। হানা দিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ অনুচর অভিষেক বিশ্বাসের চিনার পার্কের বাড়িতেও৷ সেখানেও তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, অভিষেকের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করেছেন ইডি-র কর্তারা। গত বুধবার ইডির আধিকারিকেরা হানা দিয়েছিল নদিয়ার বিভিন্ন রেশন দোকান এবং দোকানের মালিকের বাড়িতে। একই দিনে সল্টলেক এবং নিউ টাউনের অনেকগুলি জায়গাতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এদিন সাতলকাল থেকেই সল্টলেকে মন্ত্রীর বাড়িতে শুরু হল তল্লাশি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − two =