কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সূত্রের খবর, ইডি-র চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ-আরও কয়েক জনের৷
আরও পড়ুন- বেলা বাড়তেই কালো মেঘে ঢাকবে আকাশ, সোমে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
ইডি সূত্রে জানা গিয়েছে, আজই এসএসসি মামলায় চার্জশিট জমা দেওয়া হবে৷ এটাই ইডি-র প্রথম চার্জশিট৷ পার্থ-অর্পিতার পাশাপাশি একাধিক সংস্থার নাম উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে৷ এই সকল কোম্পানিগুলির মাধ্যমেই শিক্ষক নিয়োগের কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে দাবি৷
গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ২৩ তারিখ তাঁকে গ্রেফতার করা হয়৷ এর ঠিক ৫৮ দিনের মাথায় আজ ইডি-র স্পেশাল কোর্টে চার্জশিট জমা দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ চার্জশিটের কপির সঙ্গে পেশ করা হবে একাধিক তথ্য-প্রমাণও৷ এদিকে, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সময়েই তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ২২ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা৷ তাঁকে গ্রেফতারের পর বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২৮ কোটি টাকা উদ্ধার করা হয়৷ সব মিলিয়ে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ, প্রচুর সোনাদান ও বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় গোয়ান্দারা৷
এটাই পার্থ-অর্পিতার খাজানার শেষ ছিল না৷ তদন্ত যত এগিয়েছে, ততই মিলেছে একের পর এক সম্পত্তির হদিশ৷ শান্তিনিকেতনে খোঁজ মিলছে ‘অপা’ নামক একটি বাড়ির৷ যার মালিক অর্পিত৷ হদিশ মিলেছে অর্পিতার একাধিক জীবনবীমার৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রতিটি জীবন বিমার নথিতেই নমিনি হিসাবে উল্লেখ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷ পার্থ-অর্পিতার নামে যৌথভাবে একাধিক সম্পত্তি রয়েছে বলেও দাবি ইডি-র।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন স্বাস্থ্যপরীক্ষা করাতে যাওয়ার সময় সংবাদমাধ্যমে বেশ কয়েক মুখ খুলেছিলেন পার্থ। তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। কখনও আবার বলেছেন, উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। অন্যদিকে, গ্রেফতার হওয়ার পর থেকেই অর্পিতা দাবি করে আসছেন, এই টাকা তাঁর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের লোকেরাই তাঁর ফ্ল্যাটে এসে সেই টাকা রেখে যেতেন৷ ওই টাকাতে তাঁর কোনও অধিকার ছিল না৷
এই তদন্তের শিকড়ে পৌঁছতে পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই৷ প্রেসিডেন্সি জেল থেকে তাঁর ঠাঁই হয়েছে নিজাম প্যালেস৷ সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জেরা করা হচ্ছে প্রাক্তন মন্ত্রীকেও৷ অফিসাররা জানাচ্ছেন, বারবার তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিন মূর্তি৷ এরই মধ্যে ইডি-র চার্জশিটে পার্থ-অর্পিতার নাম আলাদা মাত্রা যোগ করল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>