মুম্বই: জল্পনার অবসান। অবশেষে নিজেই আত্মপ্রকাশ করলেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন তদন্ত শুরু করেছিল মুম্বাই পুলিশ তখন দু'একদিন রিয়াকে থানায় যেতে দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকে আচমকাই উধাও হয়ে যান রিয়া। কিন্তু আজ শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাজিরা দিয়েছেন তিনি। যদিও সূত্রের খবর কোন রকম ভাবেই ইডি কর্তাদের সঙ্গে সহযোগিতা করেননি রিয়া। যদিও এ নিয়ে সরকারি কোন তথ্য সামনে আসেনি।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। যদিও তাঁর আইনজীবী আগেই আবেদন করেছিলেন যে বয়ানের সময় যেন কিছুদিন পিছিয়ে দেওয়া হয়। কারণ রিয়া এখন সুপ্রিম কোর্টের দায়ের করা মামলার শুনানি নিয়ে ব্যস্ত। কিন্তু এই আবেদন নাকচ করে দেওয়া হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে সাড়ে এগারোটার সময় অভিনেত্রী যদি অফিসে উপস্থিত না হন তাহলে তাঁকে নতুন করে শমন পাঠানো হবে। এরপর কোনও ঝুঁকি না নিয়ে আজ বেলা সাড়ে এগারোটায় এনফর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে সাদা ওড়না ও মাস্ক পরে অভিনেত্রীকে অফিসে ঢুকতে দেখা যায়। যদিও ঢোকার সময় সাধারণ মানুষের কটাক্ষ থেকে অব্যাহতি পাননি রিয়া।
আরও পড়ুন: ফের দুঃসংবাদ সিনেদুনিয়ায়, আত্মঘাতী ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠক
রিয়ার সঙ্গে আজ তাঁর ভাই ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে ইডি। অফিসে ঢোকার প্রায় দুই ঘণ্টা পর রিয়ার ভাই বেরিয়ে আসেন। কিন্তু সেকেন্ড হাফে তাঁকে আবার ইডির অফিসে যেতে হয়। এদিকে রিয়াকে আজ ইডির অফিসে চলে ম্যারাথন জেরা। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগ কতটা সত্যি তা জানতে মরিয়া চেষ্টা চালান আধিকারিকরা। এদিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবাকে কে কে সিংয়ের আইনজীবী বিকাশ সিং জানিয়েছিলেন, রিয়াকে গ্রেপ্তার করা হতে পারত। তাই রিয়া নিজেকে প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন। যার ফলে আজই অফিসে বয়ান রেকর্ড করতে আসেন রিয়া। যদিও এই অভিযোগ রিয়ার আইনজীবী তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে শোনা যাচ্ছে আজ ইডির জিজ্ঞাসাবাদের পর খুব শীঘ্রই রিয়াকে জেরা করতে পারে সিবিআই। অভিনেত্রীর সঙ্গে সুশান্তের সম্পর্ক কেমন ছিল, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত খবর যেমন ইডি জানতে চাইছে, সেই কথাগুলো জানতে চাইতে পারে সিবিআই।