ed
কলকাতা: অরণ্য ভবনে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল ইডি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বার থেকে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমার নথি উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মিলেছে সম্পত্তির একাধিক নথি। ইডি সূত্রে খবর, এরমধ্যে বেশকিছু রয়েছে খোদ মন্ত্রীর নামে৷ কিছু নথি রয়েছে বেনামে৷ এছাড়াও উদ্ধার হয়েছে ৬০০-টির বেশি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার মিলেছে মন্ত্রীর চেম্বার থেকে। ওই ব্ল্যাঙ্ক পেপার থেকে কি আরও নথির পরিকল্পনা ছিল? উত্তর খুঁজছে ইডি৷ বুধবার এ ব্যাপারে আদালতে নতুন কিছু তথ্য পেশ করতে পারে বলেই ইডি সূত্রের খবর।
মঙ্গলবার সল্টলেকের অরণ্য ভবনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে হানা দিয়ে তল্লাশি অভিযান শুরু করে ইডি। রেশন দুর্নীতি মামলার কোনও নথি বন দফতরে লুকানো রয়েছে কিনা, তা খুঁজে পেতেই ছিল এই হানা৷ কিন্তু, তল্লাশি চালাতে গিয়ে হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। এর আগে চার্জশিট জমা দেওয়ার সময় বালুর বিপুল সম্পত্তির দাবি করেছিলেন গোয়েন্দারা। জানা গিয়েছে, চার্জশিটে যে তথ্য ছিল তার বাইরেই নতুন করে এই দশ কোটি টাকার হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।