জামিন ইস্যুতে কেজরিওয়ালে এক রকম, আর অনুব্রতে ইডির অন্য পদক্ষেপ! ‘সেটিং’ নাকি?

ED different steps in Kejriwal-Anubrata bail cases গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বীরভূম জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জামিন পেয়ে ঘরে ফিরে এসেছেন। আগে…

ED different steps in bail cases

ED different steps in Kejriwal-Anubrata bail cases

গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বীরভূম জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জামিন পেয়ে ঘরে ফিরে এসেছেন। আগে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডি মামলায় জামিন না পাওয়ার কারণে তিহাড় জেল থেকে বের হতে পারছিলেন না। অবশেষে সেটাও সম্ভব হয়েছে। কিন্তু ইডির ভূমিকায় উঠছে প্রশ্ন। ঘটনা হল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে জামিন দিয়েছে ইডির মামলায়।

Kejriwal-Anubrata

শুক্রবার সেই নির্দেশ দেওয়ার পর সোমবার রাতে ছাড়া পেয়েছেন অনুব্রত। কিন্তু সেই ৭২ ঘণ্টার মধ্যে আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়নি ইডি। যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যখন এই রাউস অ্যাভিনিউ কোর্ট জামিন দিয়েছিল তখন সেটিকে চ্যালেঞ্জ করে সঙ্গে সঙ্গে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।

ED different steps in bail cases

তখন দিল্লি হাইকোর্ট জামিনের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। কিন্তু এবার সেই রাস্তায় হাঁটতে দেখা গেল না ইডি আধিকারিকদের। তাতেই বিজেপি ও তৃণমূলের সমালোচকরা বলতে শুরু করে দিয়েছেন, এখানেও ‘সেটিং’ হয়েছে নাকি? কোনও রাজনৈতিক কারণেই কি জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায়নি ইডি? কী কারণ রয়েছে পিছনে? এই চর্চা তখন থেকেই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

বিভিন্ন সময়ে অনুব্রতর জামিন আটকাতে প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছে সিবিআই ও ইডি। আদালতে বলা হতো অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে, তিনি জামিন পেলে মামলা প্রভাবিত হতে পারে। তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এমন দাবিও করা হতো। কিন্তু অনুব্রত জামিন পেয়ে বোলপুরের বাড়িতে ফিরে আসার পরই প্রশ্ন উঠছে, এবার তাহলে ইডি অনুব্রতর জামিন আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল না কেন? তবে কি অনুব্রত এখন আর প্রভাবশালী নন? ইডির উদ্দেশে এই কটাক্ষের বাণ ধেয়ে আসতে শুরু করেছে। কিন্তু কোনও উপযুক্ত জবাব দিতে পারছে না ইডি।

Kejriwal-Anubrata bail cases

সেক্ষেত্রে তারা একটা কথাই বলছে যে, সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে জামিন দিয়েছে। সেই কারণেই তারা এবার অনুব্রতর জামিন আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়নি। তবে ইডি যে যুক্তিই তুলে ধরুক না কেন, ওয়াকিবহাল মহলের মতে, তারা তো জামিন আটকানোর চেষ্টা করতেই পারত। কী কারণে তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল না? নেপথ্যে সত্যিই কোনও গোপন রহস্য রয়েছে? সময়ই এর উত্তর দেবে।




আরও পড়ুন-

বেশ কিছুদিন চুপচাপ থাকার পর বিজেপির মুখে আবার এনআরসি

আরও পড়ুন-

রামমন্দিরের পর আরেকটা সেন্সিটিভ ইস্যু!

জমিনে বাইরে আসা অনুব্রতর কতটা গুরুত্ব থাকবে তৃণমূলে?

মাওবাদী নির্মূলের লক্ষ্যে ফের ডেডলাইন দিলেন শাহ!

দেউলিয়া বাংলাদেশ? ইউনূসকে ভরসা করাই ভুল!