লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠাচ্ছেন শাহজাহান!’ হাই কোর্টে পুলিশের বিরুদ্ধে অনুযোগ ইডির

লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠাচ্ছেন শাহজাহান!’ হাই কোর্টে পুলিশের বিরুদ্ধে অনুযোগ ইডির

ed

কলকাতা: সন্দেশখালি কাণ্ডে কলকাতা হাই কোর্টে ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। আদালতে শাহজাহান শেখকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর কথায়, ‘‘ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তার পরেও পুলিশ খুঁজে পাচ্ছে না?’’ পুলিশের ভূমিকায় নাখুশ আদালতও। তবে সিবিআই এই ঘটনার তদন্তভার পাবে কিনা,তা জানা যাবে বিকেল ৪ টেয়।

বুধবার হাই কোর্টে ইডির আইনজীবী বলেন, “পুলিশি তদন্তের উপর ভরসা নেই। আমরা রাজ্যের তদন্তে আপত্তি জানাচ্ছি। তদন্ত করছে বোঝাতে নতুন ধারা যুক্ত করেছে রাজ্য।” পাল্টা বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান, শাহজাহান শেখ PMLA অপরাধে যুক্ত কি না। ইডির আইনজীবী বলেন, না। এর পর বিচারপতির মন্তব্য, “পুলিশ গ্রেফতার করতে পারেনি। ইডি রেড করতে গিয়ে আক্রান্ত। কীভাবে আশা করছেন সিবিআই তাঁকে ধরে ফেলবে? আপনাদের হাতে সব ক্ষমতা আছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পরও সমস্যা হচ্ছে।”

মামলার শুনানিতে হাই কোর্টের নির্দেশ, সিবিআই এবং রাজ্যকে এক জন করে এসপি পদমর্যাদার অফিসারের নাম দুপুর ২টোর মধ্যে আদালতে জমা দিতে হবে। বিকেল ৪টায় রায় ঘোষণা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =