ed
কলকাতা: অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পেল সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷। প্রায় পাঁচ মাস পর বুধবার রাতে এসএসকেএম থেকে বার করে ‘কাকু’কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ হাসপাতাল সূত্রে খবর, একটি আলাদা ঘরে নিয়ে যাওয়া হয় সুজয়কৃষ্ণকে৷ শুধু সাউন্ডপ্রুফ নয়, ইকোপ্রুফ রুম তৈরি রাখা হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। সেখান তাঁকে একই বাক্য বার বার ধরে বলানো হয়। কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর রাত ৩টে ২০ নাগাদ ইএসআই থেকে কালীঘাটের কাকুকে নিয়ে বেরন ইডি আধিকারিকরা৷ ভোর রাতে তাঁকে রেখে আসা হয় এসএসকেএম-এ৷
গত ৩০ মে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে৷ পরের দিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তাঁকে পেশ করা হয়৷ কিন্তু ইডি জানায়, সুজয়ের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাঁর ফোন থেকে মুছে দেন রাহুল বেরা। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার৷ যদিও সুজয় সেই অভিযোগ অস্বীকার করেন। কিন্তু ইডি জানায়, তাঁদের হাতে গুরুত্বপূর্ণ ‘কল রেকর্ডিং’ আছে৷ ওই কল রেকর্ডিংয়ে যে কথোপকথন রয়েছে, তার মধ্যে থেকেই নির্দিষ্ট কিছু শব্দ ‘কাকু’কে দিয়ে বার বার বলানো হয়েছে বলে সূত্রের খবর৷