ed
কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে শৌভিক ভট্টাচার্যকে৷ শুক্রবার ছিল শৌভিকের জামিনের শুনানি৷ কিন্তু তাঁকে জামিন দিল না কলকাতা হাই কোর্ট। আদালতের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ।
এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শৌভিকের জামিনের সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন মানিকপুত্র শৌভিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করে ইডি৷ কেন্দ্রীয় সংস্থার তরফে আদালতে জানানো হয়, নিয়োগ দুর্নীতি মামলায় মানিকপুত্রের বিরুদ্ধে নতুন তথ্য মিলেছে৷ শুক্রবার শুনানিপর্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, শহরের একটি নামী ক্লাবের মাধ্যমে আর্থিক লেনদেন করতেন শৌভিক। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও তাঁর সরাসরি যোগ রয়েছে। যদিও ইডির দাবি খারিজ করে দেন শৌভিকের আইনজীবী।
শৌভিকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ নেই। হঠাৎ করেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ আনছে ইডি৷ তিনি ক্লাব বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হচ্ছে। শুনানির পর অবশ্য মানিকপুত্রের জামিন মঞ্জুর করেনি আদালত৷ হলফনামা দেওয়ার আর্জি মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।