বয়ান রেকর্ডের দিন পিছনোর অনুরোধ রিয়ার, আবেদন খারিজ করল ইডি

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এখন মুখ্য চরিত্র হয়ে দাঁড়িয়েছেন বান্ধবী রিয়া চক্রবর্তী। সিবিআই থেকে শুরু করে ইডি সবাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু কোনও খোঁজ নেই তাঁর। এই পরিস্থিতিতে আইনজীবী সতীশ মানেশিন্দে ইডির কাছে বয়ান রেকর্ডের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে এরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রিয়া যদি তাঁর বয়ান রেকর্ড না করেন, তবে শুক্রবার সকাল সাড়ে এগারটার মধ্যে তাঁকে নতুন করে সমন পাঠানো হবে।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এখন মুখ্য চরিত্র হয়ে দাঁড়িয়েছেন বান্ধবী রিয়া চক্রবর্তী। সিবিআই থেকে শুরু করে ইডি সবাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু কোনও খোঁজ নেই তাঁর। এই পরিস্থিতিতে আইনজীবী সতীশ মানেশিন্দে ইডির কাছে বয়ান রেকর্ডের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে এরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রিয়া যদি তাঁর বয়ান রেকর্ড না করেন, তবে শুক্রবার সকাল সাড়ে এগারটার মধ্যে তাঁকে নতুন করে সমন পাঠানো হবে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত মামলায় শুক্রবার ইডির কাছে বয়ানের করার কথা ছিল রিয়া চক্রবর্তীর। কিন্তু ইডির মুখোমুখি হওয়ার জন্য আরও কিছুটা সময় চান তিনি। তাঁর আইনজীবীর তরফে বলা হয় রিয়া সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার শুনানির কারণে ব্যস্ত রয়েছেন। তাই তাঁকে যে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় সেই সময়সীমা কিছুটা বাড়ানোর আবেদন করেন রিয়া। কিন্তু ইডির তরফে সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। বরং শুক্রবার সকাল সাড়ে এগারোটার মধ্যে তিনি মুম্বইয়ের অফিসে যোগাযোগ না করেন তাহলে অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দেয় ইডি। বলা হয় অভিনেত্রীকে নতুন করে সমন পাঠানো হবে।

আরও পড়ুন: রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারে CBI, বিহার পুলিশের সঙ্গে রাখা হচ্ছে যোগাযোগ

সুশান্তের বাবার দায়ের করা মামলায় সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। কিছুদিন আগে পাটনার রাজীবনগর থানায় তিনি এফআইআর দায়ের করেন। অভিযোগে জানানো হয় সুশান্তের অ্যাকাউন্ট থেকে কয়েক মাসে কয়েক কোটি টাকার অর্থ নয়ছয় হয়েছে। আর এর পেছনে প্রধান কারণ রিয়া। এই অভিযোগের পর স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে ইডি। বৃহস্পতিবার মুম্বইয়ের সদর দপ্তরের রিয়ার অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার আগে সোমবার ইডির আধিকারিকরা সুশান্ত সিং রাজপুতের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপের সঙ্গে কথাবার্তা বলেন ইডির আধিকারিকরা। এছাড়া রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে করা ১৫ কোটি টাকার আর্থিক সন্দেহজনক লেনদেনের জন্য শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এদিকে সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের হাতে যাওয়ার পর তারা রিয়ার বিরুদ্ধে মামলা করে বলে খবর। ইতিমধ্যেই সুশান্তের অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অভিযোগপত্রে রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, প্রতারণা, ভয় দেখানো ইত্যাদি অভিযোগ দায়ের হয়েছে। রিয়া ছাড়াও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, শ্রুতি মোদি, শ্যামল মিরান্দা এবং ইন্দ্রজিৎ চক্রবর্তীর নামে দায়ের হয়েছে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + four =