ED-র ডানা ছাঁটল শীর্ষ আদালত! গ্রেফতারিতে অনন্ত ক্ষমতায় লাগাম

নয়াদিল্লি: যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা ছাঁটল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, সরকারি অর্থ তছরুপ আইনে যাঁকে ইচ্ছা তাঁকে গ্রেফতার করতে পারবে…

Supreme Court

নয়াদিল্লি: যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা ছাঁটল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, সরকারি অর্থ তছরুপ আইনে যাঁকে ইচ্ছা তাঁকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলে রাখি, এতদিন এই আইনে ইডি-র হাতে প্রভুত ক্ষমতা ছিল। সেই ক্ষমতাতেই কোপ দিল শীর্ষ আদালত।

 

সুপ্রিম কোর্ট বলেছে, পিএমএল আইনের ১৯ ধারা অনুযায়ী কোনও অভিযুক্তকে ইডি চাইলেই গ্রেফতার করতে পারবে না। যদি অভিযুক্ত ব্যক্তি বিশেষ আদালতের তলবে সাড়া দিয়ে সেখানে হাজিরা দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে ইডিকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *