ed
কলকাতা: এক সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। পার্থের দলীয় এবং বাড়ির অফিসে নিয়মিত ছিল তাঁর যাতায়াত৷ এবার প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ পার্থ সরকার ওরফে ভজাকে ডেকে পাঠাল ইডি৷ জানা গিয়েছে, বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ভজাকে হাজির হতে বলে নোটিস পাঠানো হয়েছে৷
সম্প্রতি আদালতে চার্জশিট পেশ করে ইডি৷ সেখানে কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত ছাত্রনেতা কুন্তল ঘোষ ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্যতম মিডলম্যানছিল এই ভজা। নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে পার্থ সরকার ওরফে ভজার বিরুদ্ধে একাধিক তথ্য জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এমনকী, তাঁরা এও জানতে পেরেছেন যে, কলকাতা পুরসভার গত নির্বাচনে মন্ত্রী পার্থের সুপারিশেই ১২৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন ভজা৷ নির্বাচনে জিতে কাউন্সিলরও হন৷ ইডি সূত্রে খবর, গত ১২ বছরের যাবতীয় সম্পত্তি এবং ব্যাঙ্কের নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে ভজাকে৷