নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার প্রসন্ন রায়, এবার ইডি-র জালে ‘মিডলম্যান’

নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার প্রসন্ন রায়, এবার ইডি-র জালে ‘মিডলম্যান’

ed

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার ‘মিডিলম্যান’ প্রসন্ন রায়। সোমবার দিনভর জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন তিনি৷  এই প্রসন্ন রায়ের বাড়ি থেকেই বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ির দলিলের কপি উদ্ধার করেছিল সিবিআই। মধ্যসত্ত্বভোগী হিসেবে সিবিআই তাঁকে গ্রেফতারও করেছিল। গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে৷ অভিযোগ, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও চাকরিপ্রার্থীদের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজটা করতেন  প্রসন্ন৷ নিয়োগ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে প্রসন্নর বিরুদ্ধে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + seventeen =