কলকাতা: আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ‘তৃণমূল ঘনিষ্ঠ’ ব্যবসায়ী কৌস্তুভ রায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সোমবার গভীর রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন তিনি। এর আগেও তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। মাস কয়েক আগেই কৌস্তভের অফিস ও বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর।কৌস্তভের অফিসে বসে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল ইডি। সূত্রের খবর, সেই সময় কৌস্তুভের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছিল৷ তবে সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।
সূত্রের খবর, সোমবার কৌস্তভ রায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানান, সকালে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। বিকেলে উপস্থিত হতে পারবেন। এর পর বিকেল ৪টে থেকে কৌস্তভবে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি-র অফিসাররা। এর পর রাত ২টো নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। কৌস্তভের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
সোনবার বেশ কিছু নথি নিয়ে কৌস্তুভকে দফতরে হাজিরা দিতে বলেছিল ইডি। সেই নথিতে অসঙ্গতি মেলায় সম্ভবত তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কৌস্তুভ একটি জনপ্রিয় নিউজ চ্যানেলের কর্ণধার। বিরোধীরা তাঁকে তৃণমূলের ঘনিষ্ঠ বলেই দাগিয়ে থাকেন। বিভিন্ন সময় শাসকদলের নেতানেত্রীদের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে। জানা গিয়েছে, অনের সময় প্রকাশ্যে না এলেও দলের বিভিন্ন কর্মসূচীতে পরোক্ষ ভাবে যুক্ত থাকতেন কৌস্তুভ। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যখন প্রথমবার কেন্দ্রীয় সংস্থা তলব করেছিল, তখন পার্থের সঙ্গে দেখা গিয়েছিল কৌস্তুভকে। যদিও তাঁর গ্রেফতারি প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানাননি কৌস্তুভ৷