‘মমতা বেগম’ বিতর্কে শুভেন্দুকে নোটিস পাঠাল কমিশন

‘মমতা বেগম’ বিতর্কে শুভেন্দুকে নোটিস পাঠাল কমিশন

কলকাতা: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিয়ে বক্তব্য রাখার ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন৷ আজ রাতে এক নির্দেশে শুভেন্দুকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে৷ অন্যথায় কমিশন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়ে দিয়েছে৷ সিপিআইএমএল লিবারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য কবিতা কৃষ্ণানের এক অভিযোগের ভিত্তিতে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে৷

গত ২৯ মার্চ শুভেন্দু অধিকারী এক জনসভায় কিছু সাম্প্রদায়িক মন্তব্য করে ভোটারদের প্রভাবিত করতে চেয়েছিলেন বলে অভিযোগ৷ যেখানে তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে উল্লেখ করে তাঁকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছিলেন৷ যদি তাঁকে ভোট দেওয়া হয় তবে এখানে মিনি পাকিস্তান তৈরি হবে বলেও বক্তব্য করেন বলে অভিযোগ৷ গোটা বিষয়টি কমিশন নির্ধারিত আদর্শ আদর্শ আচরণবিধির পরিপন্থী বলে জানানো হয়েছে৷

উল্লেখ্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাওড়ার ডোমজুড়ে একটি নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের বিরুদ্ধে কমিশন কোনও ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =