উবের চেপে ভোট দিতে গেলেই মিলবে ৪০০ টাকা! কারা পাবেন এই সুবিধা?

উবের চেপে ভোট দিতে গেলেই মিলবে ৪০০ টাকা! কারা পাবেন এই সুবিধা?

কলকাতা:  বাংলা জুড়ে চলছে ভোট উৎসব৷ সুষ্ঠ ও অবাধ ভোট করাতে প্রথম থেকেই তৎপর নির্বাচন কমিশন৷ প্রতিটি মানুষ যাতে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে কমিশনের নজর রয়েছে সেই দিকে৷ অশীতিপর এবং বিশেষ ভাবে সক্ষম মানুষদের ভোট কেন্দ্রে পৌঁছে দিতে তাই বিশেষ পদক্ষেপ করা হল কমিশনের তরফে৷ বাড়ি থেকে বিনা খরচে ভোট কেন্দ্রে যাওয়ার বন্দোবস্ত করা হল৷ 

আরও পড়ুন- মতুয়াদের স্বার্থ রক্ষার জন্য চিঠি দিয়েছিলেন ‘বড়মা’! দাবি করলেন মমতা

পঞ্চম দফা থেকেই এই সুবিধা চালু করা হয়েছে৷ অ্যাপ ক্যাব সংস্থা উবের এই বিশেষ পরিষেবা দেবে। এই সুবিধা পেতে হেল্পনৃলাইন নম্বর ১৯৫০ –এ ফোন করতে হবে৷ সকাল ছ’টা থেকে সন্ধ্যে ৮টার মধ্যে ভোটারকে ফোন করতে হবে৷ ফোনে ভোটারের এপিক কার্ড এবং বুথ নম্বর জানতে চাওয়া হবে৷ এই তথ্য জানালেই ভোটারদের একটি প্রোমো কোড দেওয়া হবে৷ ভোট গ্রহণ কেন্দ্র থেকে দুই কিলোমিটারের মধ্যে যাওয়া আসা উভয় ক্ষেত্রেই পরিবহন পরিষেবা পেতে একই ভাবে বুকিং করতে হবে। সব মিলিয়ে পঞ্চম দফায় ১৬টি বিধানসভায় এই সুবিধা পাওয়া গিয়েছে৷ ষষ্ঠ দফায় ১৭টি বিধানসভা কেন্দ্রে এই সুবিধা পাওয়া যাবে। যাতায়াতের বাবাদ মোট ৪০০ টাকা পাবেন ভোটাররা৷ 
 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ, তৃণমূল-বিজেপি’র তুমুল সংঘর্ষ

তবে কোনও ভোটার প্রোমোকোড পাওয়ার পরেও ভোট কেন্দ্রে না গেলে কী ভাবে নজরদারি চালাবে কমিশন? সে ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে অবশ্য কোনও তথ্য দেওয়া হয়নি কমিশনের তরফে৷ তবে কমিশনের তরফে বলা হয়েছে, যদি কোনও ভোটার তাঁর এপিক কার্ড নম্বর শেয়ার করতে না চান, সেক্ষেত্রে শুধু ফোন নম্বর দিলেই হবে৷ যাঁরা বয়সের ভারে ন্যূব্জ৷ বয়সের কারণে ভোট দিতে যেতে পারছেন না, তাঁদেক কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =