Summer Election Day
কলকাতা: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে৷ মোট সাত দফার ভোট শুরু হবে ১৯ এপ্রিল থেকে৷ ১ জুন সপ্তম বা শেষ দফার ভোটগ্রহণ৷ ফলে ভরা গ্রীষ্মজুড়ে চলবে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব৷ অতিরিক্ত গরমে ভোট দিতে আসা মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের। বলা হয়েছে, ভোটকেন্দ্রে অবশ্যই পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে৷ ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের মাথার উপরে যেন ছাউনি থাকে। শিশু কোলে ভোট দিতে আসা মায়েদের জন্যেও থাকবে বিশেষ ব্যবস্থা।
প্রখর গরম Summer Election Day
কমিশনের সাফ নির্দেশ, ভোট দিতে গিয়ে কেউ যেন প্রখর গরমের জেরে অসুস্থ হয়ে না পড়েন৷ এছাড়াও বলা হয়েছে, ভোটকেন্দ্র কোনও বাড়ির উপরের তলায় নয়, নিচুতলায় করতে হবে। কোনও ভোটারের বাড়ি থেকে তাঁর ভোটকেন্দ্রের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হবে না। তবে পাহাড়ি এলাকায় দূরত্ব একটু বেশি হতে পারে। কমিশনের নির্দেশ, প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রেই পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত রাখতে হবে। জল খাওয়ার জন্য রাখতে হবে গ্লাস৷