নয়াদিল্লি: পশ্চিমবঙ্গসহ দেশের মোট ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচেরি আর বাংলায় নির্বাচনী মহারণের দিন ঘোষণা কবে হবে, ভোটের আবহে এটাই এখন লাখ টাকার প্রশ্ন এ দেশের রাজনৈতিক মহলের কাছে। তবে চূড়ান্ত ভোট নির্ঘন্ট প্রকাশ না করলেও তা নিয়ে মোটামুটি একটা আন্দাজ করাই যাচ্ছে নির্বাচন কমিশনের ইঙ্গিত থেকে।
আগামী এপ্রিল মাসের মধ্যেই ভোট পর্ব শেষ করে ফেলতে চাইছে কমিশন, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। পশ্চিমবঙ্গে ভোট পূর্ববর্তী পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার কলকাতায় আসার কথা ছিল ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের। কিন্তু এই সফর বাতিল হয়েছে। তবে ডিজিটাল যুগে তাতে অবশ্য কাজ থেমে থাকছে না। বাংলার নির্বাচনী আবহের গুরুত্ব বুঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক চালাচ্ছেন তিনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে থেকে রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিস কর্তাদের সঙ্গে অনলাইন ভিডিও মাধ্যমে বৈঠক করছেন ডেপুটি কমিশনার। বৈঠক চলবে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত। দেশের ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের আয়োজন নিয়ে গতকালও দিল্লিতে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। শান্তিপূর্ণ ও অবাধ ভোটের আয়োজনে যে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন, বারবার স্পষ্ট করা হচ্ছে সেই ছবিই।
সূত্রের খবর, ৫ রাজ্যের মধ্যে বাংলা নিয়েই বিশেষ উদ্বিগ্ন কমিশন। এ রাজ্যে প্রায় ৬৪০০ বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে তারা, যা বাকি রাজ্যের চেয়ে অনেক বেশি। বাংলায় এবার ৮ দফায় ভোট অনুষ্ঠিত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। করোনা পরবর্তী আবহে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট দূরত্ব বিধি বজায় রাখতে গিয়ে বেড়েছে বুথ সংখ্যা। ফলে ভোটের দফাতেও বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সিবিএসই বোর্ডের তরফ থেকে ৪ মে ঘোষণা করা হয়েছে পরীক্ষা। তাই এপ্রিলের মধ্যেই ভোট সম্পন্ন করতে হবে কমিশনকে। সেই অনুযায়ী কবে নির্ঘন্টের ঘোষণা আসে সে দিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।