viksit bharat
নয়াদিল্লি: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি৷ ফলে মোবাইলে ‘বিকশিত ভারত’ নিয়ে আর বার্তা পাঠানো যাবে না৷ অবিলম্বে বার্তা পাঠানো বন্ধ করার নির্দেশ দেওয়া হল মোদী সরকারকে৷ নির্বাচন কমিশন জানিয়েছেন, আদর্শ আচরণবিধি জারি রয়েছে৷ এর মধ্যে হোয়াট্সঅ্যাপে এমন বার্তা যাতে আর পাঠানো না হয়, তা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে। এই মর্মে বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের কাছে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মোদী সরকারের ‘বিকশিত ভারত’ বার্তা নিয়ে তৃণমূল-সহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল সরব হওয়ার পরেই পদক্ষেপ করে কমিশন৷