৩ মাসের মধ্যেই বাংলাদেশিদের নাম ভোটার তালিকা, TMC নেত্রীর মন্তব্যে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

৩ মাসের মধ্যেই বাংলাদেশিদের নাম ভোটার তালিকা, TMC নেত্রীর মন্তব্যে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

Voter List

কলকাতা:  বাংলাদেশি ভোটারদের তালিকাভুক্ত করা নিয়ে বনগাঁর তৃণমূল নেত্রীর মন্তব্য ঘিরে শোরগোল। তাঁর বক্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তৃণমূল নেত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট তলব করতে পারে নির্বাচন কমিশন৷ বাংলাদেশি নাগরিকদের কেন ভোটার তালিকাভুক্ত করা হবে? এহেন মন্তব্য কেন করা হল? তা নিয়ে রিপোর্ট চাইতে পারে নির্বাচন কমিশন।

এই বিষয়ে শনিবার সকালেই স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, নাগরিকত্ব আইন নিয়ে ছেলেখেলা করছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘ দিন ধরেই বিজেপি দাবি করছিল ভুয়ো ভোটার নিয়ে৷ বাংলাদেশি ভোটারদের তালিকাভুক্ত করার চক্রান্ত চলছে বলেও দাবি তাদের। সেই দাবিকেই যেন মান্যতা দেয় তৃণমূল নেত্রীর মন্তব্য। বিষয়টি নিয়ে পদক্ষেপ করার জন্য এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপির প্রতিনিধি দল। বনগাঁর তৃণমূল নেত্রীর মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল৷ 

কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী তথা স্থানীয় তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি দলীয় কর্মীদের সামনে বলেন বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, তাঁরা স্থানীয় নেতা জাকিরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সহযোগিতা করবেন। এই মন্তব্য ঘিরেই শোরগোল পড়ে যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =