আরও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন! তৃণমূলের পর ধাক্কা কংগ্রেসেও

আরও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন! তৃণমূলের পর ধাক্কা কংগ্রেসেও

 

কলকাতা: তৃণমূলের পর এবার বড়সড় ধাক্কা খেল কংগ্রেস৷ চতুর্থ দফার নির্বাচনে মনোনয়ন বাতিল হয়েছে কংগ্রেসের এক প্রার্থী-সহ লোক জনশক্তি পার্টির ৩ প্রার্থীর৷ মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন৷

রাজ্যে চতুর্থ দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নের মধ্যে পাঁচটি বাতিল হয়েছে। বাতিল হওয়া মনোনয়নের মধ্যে রয়েছে তুফানগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী দেবেন্দ্রনাথ বর্মণের মনোনয়ন পত্র৷ ওই আসনে প্রার্থী নিয়ে কংগ্রেসের অন্তর্দদ্ব সামনে এসেছিল৷ এছাড়া লোক জনশক্তি পার্টি সহ আরও তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে৷

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, চতুর্থ পর্বের ভোটের জন্য মোট ৩৮২টি মনোনয়ন পত্র জমা পড়েছে৷ পরীক্ষা করে দেখার পর পাঁচটি মনোনয়ন বাতিল হওয়ায়, এখন ওই পর্বের মোট প্রার্থীর সংখ্যা ৩৭৭ জন৷ চতুর্থ পর্বে ৪৪টি বিধানসভা আসনে আগামী ১০ এপ্রিল ভোট নেওয়া হবে৷

এর আগে ভোটের শুরুতেই ঘাসফুল শিবিরে এসেছে বড়সড় ধাক্কা৷ পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন ঘিরে  তৈরি হয় বিতর্ক৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেও বড়সড় ধাক্কা খেতে হয় তৃণমূলকে৷ ফলে, বাতিল হয় পুরুলিয়ার জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন৷ প্রথমে নির্বাচন কমিশন, পরে হাইকোর্টে আর্জি খারিজ হওয়ায় জয়পুর আসনে তৃণমূল আর কোনও প্রার্থী দিতে পারেনি৷ ওই আসনে নির্দল প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 19 =