ভোটের দামামা, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন

ভোটের দামামা, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন

46ce2fda41b607cdf9519f120e504363

নয়াদিল্লি:  লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন৷ ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছিলই৷ সোমবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজোরামে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। নভেম্বরের শেষেই হবে ভোট৷ এই পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি রাজ্যগুলির বিধানসভার মেয়াদ ফুরচ্ছে জানুয়ারি মাসে। 

ছত্তীসগড়ে মাওবাদী সমস্যা থাকায় এই রাজ্যে ভোট গ্রহণ হবে দুটি দফায়। প্রথম দফার ভোট গ্রহণ হবে ৭ নভেম্বর। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ১৭ নভেম্বর। রাজস্থানে ভোট হবে এক দফায়৷  ২৩ নভেম্বর হবে বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশেও হবে এক দফায় ভোট৷ সেখানে নির্বাচন হবে ১৭ নভেম্বর। হিন্দিবলয়ের এই তিন রাজ্য ছাড়া ভোট হবে দক্ষিণী রাজ্য তেলঙ্গনাতেও৷ সেখানেও এক দফায় ভোট৷ নির্বাচন হবে ৩০ নভেম্বর। মিজোরামে ভোট হবে ৭ নভেম্বর। পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা হবে একই দিনে, ৩ ডিসেম্বর।

  

২০১৮ সালে ছত্তীসগঢ়ে দুই দফায় এবং বাকি চার রাজ্যে এক দফায় ভোট গ্রহণ হয়েছিল। ৯০ আসন বিশিষ্ট ছত্তীসগঢ় বিধানসভায় প্রথম দফা ভোট হয়েছিল মাওবাদী উপদ্রুত ১৮টি আসনে৷ দ্বিতীয় দফার ভোট হয় ৭২টি আসনে৷ মধ্যপ্রদেশ এবং মিজোরামে একই দিনে ভোটের আয়োজন করেছিলেন কমিশন। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় ভোট হয়েছিল ২৮ নভেম্বর। ওই একই দিনে ৪০ আসনের মিজোরামেও ভোটগ্রহণ হয়। ২০১৮ সালের ৭ ডিসেম্বর ভোট হয় ২০০ বিধানসভা আসনের রাজস্থান এবং ১১৯ আসনের তেলঙ্গানায়৷ তবে পাঁচ রাজ্যেই ভোটগণনা হয়েছিল একই দিনে৷ ১১ ডিসেম্বর।

 ছত্তীসগঢ় এবং রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস৷ ওই দুই রাজ্যেই বিজেপির সঙ্গে মিুখোমুখি লড়াইয়ে নামবে হাত শিবির৷ ২০১৮-র বিধানসভা ভোটে মধ্যপ্রদেশেও জিতেছিল কংগ্রেস৷ তবে দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্য শিন্ডের সাহায্যে দু’ডজন বিধায়ককে ভাঙিয়ে কমল নাথের সরকার ভেঙে দেয় বিজেপি। তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। দক্ষিণের এই রাজ্যে এবার ত্রিমুখী লড়াই৷ এ বার ক্ষমতাসীন দলের সঙ্গে টক্কর দেবে কংগ্রেস এবং বিজেপি৷ অন্য দিকে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর সঙ্গে সরাসরি লড়াই হবে কংগ্রেসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *