ছুটি চাই! জেলের মধ্যে আগুন জ্বালিয়ে, পুলিশকে পিটিয়ে গোলমাল আসামীদের

ছুটি চাই! জেলের মধ্যে আগুন জ্বালিয়ে, পুলিশকে পিটিয়ে গোলমাল আসামীদের

কলকাতা:  করোনা সতর্কতা হিসাবে আজ থেকে জেলে বন্দিদের সঙ্গে সাক্ষাতকার বন্ধ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ নির্দেশ কার্যকর হতেই ছুটি চেয়ে  দমদম সেন্ট্রাল জেলের মধ্যে ব্যাপক তাণ্ডব, গোলমাল বাধালেন বন্দিরা৷

করোনার জেরে প্যারোলে মুক্তির দাবি জানিয়ে আজ অশান্তি শুরু করে জেল বন্দিদের একাংশ৷ জেল ভেঙে পালানোর চেষ্টাও চলে৷ পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার পাশাপাশি জেলের ভিতর আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷

করোনার আতঙ্কের জেরে প্যারোলে মুক্তি দাবি জানান বন্দিরা৷ করোনার জেরে পরিজনদের সঙ্গে দেখা করতে না দেওয়ায় অভিযোগে জেলের ভিতর গোলমাল শুরু করে বন্দিদের একাংশ৷ অশান্তি চরম আকার ধারণ করে৷ রণক্ষেত্রের পরিস্থিতি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী৷ কিন্তু, সেই বাহিনীকে লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয়৷ জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী৷

অন্যদিকে, করোনার জেরে রাজ্যের সমস্ত সংশোধনাগারগুলিতে আজ থেকে বন্দিদের সঙ্গে তাঁদের বাড়ির লোকজনের সাক্ষাৎ বন্ধ করার ঘোষণা করা হয়েছে৷ রাজ্যের কারা দপ্তরের তরে জানানো হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্দিরা পরিবারের সদস্যদের দেখা করতে পারবেন না৷ করোনা সংক্রমণ যাতে জেলে ছড়িয়ে পড়তে না পারে, তার নিশ্চিত করতেই এই পদক্ষেপ৷ পরিবারের সঙ্গে দেখা করতে না পেরে আজ রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি করে বন্দিরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =