পর্দাফাঁস! মুম্বই থেকে উদ্ধার ১২০ কোটি টাকার মাদক, ধৃত এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট

পর্দাফাঁস! মুম্বই থেকে উদ্ধার ১২০ কোটি টাকার মাদক, ধৃত এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট

নয়াদিল্লি:  বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস। ৬০ কেজি মেফোড্রন মাদক-সহ গ্রেফতার এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমানচালক।  শুক্রবার মুম্বইয়ের একটি গুদাম ঘর থেকে আনুমানিক ১২০ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিকরা। এই ঘটনায়  দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে এক জন প্রাক্তন বিমানচালক৷ 

আরও পড়ুন- দেওয়া হচ্ছে জীবনদায়ী ওষুধ, একদম ভাল নেই মুলায়ম

এনসিবি-সূত্রে জানা গিয়েছে, মাদক-কাণ্ডে ধৃত প্রাক্তন পাইলটের নাম সোহেল গফ্ফর। এক সময় এয়ার ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। আমেরিকা থেকে বিমান ওড়ানোর প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন। তবে কয়েক বছর আগে হঠাৎ করেই চাকরি ছাড়েন সোহেল। চাকরি ছাড়ার কারণ হিসাবে শারীরিক  অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন ইস্তফাপত্রে। এনসিবির দাবি, এই মাদকচক্রের শিকড় বহুদূর বিস্তৃত।

চলতি মাসের ৩ তারিখ এনসিবির সদর দফতর এবং মুম্বই অফিসের আধিকারিকরা যৌথ ভাবে গুজরাতের জামনগরে অভিযান চালান। তদন্তকারী অফিসাররা জানতে পারেন, মোট ২২৫ কেজি মাদক বাজারে বিক্রি করা হয়েছে। এর মধ্যে ৬০ কেজি উদ্ধার করা হয়। এর আগে গত অগাস্ট মাসে ভদোদরা থেকে ২০০ কেজি মেফোড্রন বাজেয়াপ্ত করেছিল এনসিবি। এপ্রিল মাসে কান্দলা থেকে উদ্ধার হয়েছিল ২৬০ কেজি মাদক। তবে গত সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি মাদক উদ্ধার করা হয়।

মুন্দ্রা বন্দর থেকে প্রায় তিন হাজার কেজি মেফোড্রন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ হাজার কোটি টাকা। এয়ার ইন্ডিয়ার ওই প্রাক্তন পাইলট ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতারের পর মাদক চক্রের খোঁজ পাওয়া যাবে বলেই পুলিশের অনুমান।