ভুবনেশ্বর: পুরীর জগন্নাথ মন্দিরে এবার চালু হচ্ছে পোশাকবিধি৷ হাতকাটা জামা, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না মন্দিরে৷ ওসব পরে সমুদ্র সৈকতে ঘোরা যায়, কিন্তু মন্দিরে আসা যায় না। এমনটাই দাবি পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। তাঁদের দাবি, অনেক পূণ্যার্থীরাই মন্দির-উপযোগী পোশাক পরে দেব দর্শনা আসছেন না। তাই জগন্নাথ মন্দিরে আগত ভক্তদের জন্য এবার নতুন পোশাকবিধি আনতে চলেছেন কর্তৃপক্ষ। ঠিক কী ধরনের পোশাক বাতিলের তালিকায় রাখা হয়েছে, তা জানিয়ে দেওয়া হয়েছে।
কবে থেকে চালু হচ্ছে এই পোশাক বিধি? পুরীর মন্দিরের প্রশাসনিক প্রধান রঞ্জন কুমার দাস জানিয়েছেন, আগামী বছর ১ জানুয়ারি থেকেই দর্শনার্থীদের জন্য নয়া পোশাকবিধি চালু হয়ে যাবে৷ এই নিয়ম যাতে কঠোর ভাবে পালন করা যায়, তা নিশ্চিত করবেন কর্তৃপক্ষ। মন্দিরে কোনও ভাবেই ছেঁড়া জিন্স, হাতাকাটা জামা অথবা হাফ প্যান্ট পরে প্রবেশ করা যাবে না। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন পোশাকও পরা যাবে না বলে জানানো হয়েছে৷ রঞ্জন কুমার দাস স্পষ্ট জানিয়েছেন, ‘‘জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য় ভক্তদের ট্র্যাডিশনাল পোশাকই পরতে হবে। মন্দির দেবস্থান, কোনও বিনোদনের জায়গা নয়। অনেকেই জগন্নাথ মন্দিরে হাফ প্যান্ট পরে চলে আসেন। যা মন্দিরের ঐতিহ্য়ের পরিপন্থী। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, যাঁরা পাশ্চাত্যের পোশাক পরে আসবেন, তাঁরা চেঞ্চ রুমে ড্রেস পাল্টে নিতে পারবেন।’’
বিশিষ্ট সেবায়েত বিনায়ক দশমহাপাত্র জানান, প্রতিদিন পুরীর জগন্নাথ মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে৷ সেক্ষেত্রে পোশাকবিধি চালু করাটা অত্যন্ত জরুরি। দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে পোশাক বিধি লাগু রয়েছে। ২০২১ সালের ২০ অক্টোবর থেকে সেবায়েতদের পোশাক বিধিও লাগু করা হয়েছে। পুজোর সময় তাঁদের ধুতি, তোয়ালে, পাট্টা পরতে হয়৷ এবার ভক্তদেরও জন্যেও পোশাক বিধি লাগু হচ্ছে৷