হিংসায় জ্বলছে দিল্লি, মৃত্যু মিছিল রাজধানীতে! শেষ যাত্রায় রতনলাল-সহ ১০

হিংসায় জ্বলছে দিল্লি, মৃত্যু মিছিল রাজধানীতে! শেষ যাত্রায় রতনলাল-সহ ১০

নয়াদিল্লি:  মঙ্গলবার সকাল থেকে দিল্লির একাধিক জায়গা থেকে নতুন করে সংঘর্ষের খবর আসতে শুরু করেছে।লাঠি, লোবার রড নিয়ে একটি দলকে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে আগুন জ্বালিয়ে দিতে দেখা গিয়েছে। উত্তপ্ত দিল্লিতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিল্লির ভজনপুরাচকে৷ হাতে লাঠি, লোহার রড নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে একদল উন্মত্ত জনতা।একদল সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিলের দাবিতে সরব, উল্টোদিকে অন্যপক্ষ আন্দোলনকারীদের দমনে লাগামছাড়া তাণ্ডবে মত্ত৷ মঙ্গলবার দুপুরের পর থেকে উত্তপ্ত হতে শুরু করে দিল্লির ভজনপুরাচক৷ দু’পক্ষের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। লাঠি, রড নিয়ে দু’পক্ষের লোকজন একে অপরকে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও উত্তেজিত জনতাকে শান্ত করতে হিমশিম দশা হয় পুলিশের।

পরিস্থিতি সালাল দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে কোনও ধরনের উসকানি মূলক মন্তব্য থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আবেদন করা হয়েছে। দিল্লি লাগোয়া রাজ্যের সীমান্তগুলোতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। বাইরের রাজ্য থেকে কেউ যাতে রাজধানীতে ঢুকে অশান্তি বাড়াতে না পারে, সেই কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবারই দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লালকে শেষশ্রদ্ধা জানানো হয়। রতন লালের মৃত্যুতে শোকস্তব্ধ দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক জানিয়েছেন, ‘দেশের জন্য নিজের জীবন দিয়েছেন হেড কনস্টেবল রতন লাল। আমরা তাঁর জন্য গর্বিত। আমরা তাঁর পরিবারের পাশে রয়েছি।’ দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক ছাড়াও এদিন রতন লালকে শেষশ্রদ্ধা জানান দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল-সহ দিল্লির প্রশাসনিক শীর্ষ কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =