‘মানিকের জুতোয় পা গলাবেন না’, পর্ষদ সভাপতিকে সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

‘মানিকের জুতোয় পা গলাবেন না’, পর্ষদ সভাপতিকে সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

3dbdbb00e97c4f49629361e564d109c7

 কলকাতা: মানিক ভট্টাচার্যের জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব নেন গৌতম পাল৷ দায়িত্ব নেওয়ার পর তিনি চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, নিয়োগের ক্ষেত্রে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না৷ সেই গৌতম পালকেই ভর্ৎসনা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ প্রশ্ন তুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে৷ পর্ষদ সভাপতির উদ্দেশে বিচারপতি বলেন, ‘‘মানিক ভট্টাচার্যের রেখে যাওয়া জুতোয় পা গলাবেন না।’’ জবাবে পর্ষদ সভাপতি বলেন, ‘‘আচ্ছা ধর্মাবতার।’’

আরও পড়ুন- পঞ্চায়েতে টিকিট পাবে কে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নিহত দুই! শীর্ষ নেতৃত্বের রাশ কী ক্রমশ আলগা হচ্ছে?

শুক্রবার কলকাতা হাই কোর্টে ২০১৪ সালের টেটের শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় শুনানি ছিল৷ ওই মামলায় সশরীরে হাজিরা দেন পর্ষদ সভাপতি। তিনি জানান, কিছু আর্থিক সমস্যার কারণে এত দিন পরীক্ষার্থীদের শংসাপত্র দেওয়া সম্ভব হয়নি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে তা দিয়ে দেবেন বলেও আদালতকে জানান৷ এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে, আইনজীবীদের পিছনে ৩০ লক্ষ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না, অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই দিতে হয়!”

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ সব চাকরিপ্রার্থীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০১৯ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তাঁর রায়ে জানিয়েছিলেন, আগামী ২ বছর শংসাপত্রের মেয়াদ থাকবে। সে সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। বুধবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সম্পর্কে বলেছিলেন, “নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস রয়েছে মানিক ভট্টাচার্যের।’’ মানিককে জেরা করার বিষয়ে সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করেও তিনি বলেন, ‘‘এটা কোনও জিজ্ঞাসাবাদ হয়েছে? এর থেকে তো আমি ভাল জিজ্ঞাসাবাদ করি। হাই কোর্টের অনেক আইনজীবীও এর থেকে ভাল জিজ্ঞাসাবাদ করবে। তদন্তটা তো শেষ করতে হবে৷ এটা কোনও জিজ্ঞাসাবাদ? ছিঃ ছিঃ ছিঃ।” 

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷ 

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews