ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! মৌসম ভবন বলছে গুজব

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! মৌসম ভবন বলছে গুজব

New Depression

কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আশ্বিনেও বর্ষার মেজাজ৷ গত কয়েক দিন ধরেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে শহর কলকাতা-সহ জেলায় জেলায়৷ যদিও সেই নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হিসাবে বর্তমানে অবস্থান করছে ঝাড়খণ্ডের উপর৷ তবে এর প্রভাবে শনিবারও বৃষ্টি হয়েছে বঙ্গে৷ মুখ গোমরা করেই বসে রয়েছে আকাশের৷ আগামী কয়েক দিনে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ দক্ষিণের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরেও৷ এরই মধ্যে ফের দেখা দিল নিম্নচাপের ভ্রুকূটি৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহের শেষদিকে ২৮-২৯ সেপ্টেম্বর নাগাদ  ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। কিন্তু সত্যই কি পুজোর আগে আছড়ে পড়বে ঝড়? নাকি সবটাই গুজব? কী বলছে দিল্লির মৌসম ভবন? (New Depression )

New Depression

মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৯ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলে। ৩০ সেপ্টেম্বর সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমেই তা উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাবে। ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে এই ঘূর্ণাবর্ত৷ তবে এই সিস্টেমটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না,  সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি৷ তবে আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপটি নিয়ে উদ্বেগেই রয়েছেন আবহাওয়াবিদদের একাংশ৷ তাঁরা জানাচ্ছেন, এই সময় বঙ্গোপসাগরের ওই অঞ্চলে সৃষ্ট যে কোনও নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কারণ, অক্টোবর এবং নভেম্বর, এই দুটি মাস ঘূর্ণিঝড়প্রবণ হিসেবেই চিহ্নিত। আর মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপটি তৈরি হবে সেপ্টেম্বর মাসের একেবারে শেষে৷ ফলে এর শক্তিবৃদ্ধির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা৷ লক্ষ্য করলে দেখা যাবে, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির নজির কিন্তু অতীতেও রয়েছে৷ তবে এই নিম্নচাপ কতটা শক্তি বাড়িয়ে কোন দিকে ধাবমান হবে, তা বলার সময় এখনও আসেনি বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাশ৷ 

ঘূর্ণিঝড় নিয়ে যখন নতুন করে আশঙ্কার মেঘ জমছে, তখন আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছে মৌসম ভবন৷ অক্টোবরের প্রথম সপ্তাহে ওড়িশার উপর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা এড়িয়ে যেতে বলল আইএমডি৷ কেন্দ্রীয় হাওয়া অফিসের আশ্বাস, আগামী ১৪ দিনের মধ্যে ঘূর্ণিঝড় আসার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা আদতে গুজব৷ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে তা ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনটাই জানালেন ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র।

New Depression

অক্টোবর মাসটিকে ওড়িশায় ঘূর্ণিঝড়ের সময় হিসাবে চিহ্নিত করা হলেও, এখনও পর্যন্ত তা নিশ্চিত করেনি মৌসম ভবন৷ আবহাওয়ার পূর্বাভাসের ১০টি পৃথক মডেল নিয়ে আলোচনা করেছে আইএমডি। তার মধ্যে দু’টিতে বলা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি পরে পশ্চিম এবং উত্তর-পশ্চিমের দিকে এগোবে। তবে এটি কবে, কোন সময় উপকূলে পৌঁছাবে, এর সম্ভাব্য প্রভাবই বা কী হতে পারে, তা এখনই বলা সম্ভব নয়। 

এছাড়াও মৌসম ভবন এখনও পর্যন্ত কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি এবং ওড়িশা বা অন্য কোনও রাজ্যের জন্য সতর্কতা জারি করেনি৷ মৃত্যুঞ্জয় মহাপাত্র, যাঁকে ভারতের ‘সাইক্লোন ম্যান’ হিসাবে অভিহিত করা হয়, তাঁর পরামর্শ, কেউ গুজবে বিশ্বাস না করেন। তাঁর কথায়, ‘‘আমরা বঙ্গোপসাগরে সম্ভাব্য সিস্টেম তৈরির উপর নজর রাখছি৷ বিষয়টি  স্পষ্ট হলেই এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =